বন্দনা

শ্রী শ্রী হরি-লীলামৃত
আদিখন্ড
গ্রন্থারম্ভ
।। প্রথম তরঙ্গ ।। 
বন্দনা
জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণদাস।
জয় শ্রীবৈষ্ণব দাস জয় গৌরীদাস।।
জয় শ্রীস্বরূপ দাস পঞ্চ সহোদর।
পতিত পাবন হেতু হরি অবতার।।
জয় জয় গুরুচাঁদ জয় হীরামন।
জয় শ্রীগোলোকচন্দ্র জয় শ্রীলোচন।।
জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়।
জয় জয় মহানন্দ প্রেমানন্দময়।।
জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ।
নিজ দাস করি মোরে কর আত্মসাৎ।।

Comments

Post a Comment

Popular posts from this blog

অথ মঙ্গলাচরণ।

জম-কলি প্রভাব, গ্রন্থালোচনা