পুনর্ব্বার অবতারের প্রয়োজন ও পূর্ব্ব পূর্ব্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ।

              ত্রিপদী।
ত্রেতাযুগে সূর্যবংশে,      এক বিষ্ণু চতুরাংশে,
হ’ল দশরথের নন্দন।
দ্বাপরেতে কারাগারে,       জন্ম বাসুদেব ঘরে,
যশোদার হৃদয় রতন।।
যোগমায়ার প্রভাবে,     মাতা দেবকীর গর্ভস্রাবে,
রোহিণী গর্ভেতে আকর্ষণ।
যোগমায়া আকর্ষণে,       জন্মিলেন বৃন্দাবনে,
বলরাম নাম সংকর্ষণ।।
নন্দের নন্দন যেই,         শচীসুত হ’ল সেই,
নিত্যানন্দ হৈল বলরাম।
সেই লীলা সম্বরণ,          খেতর জন্ম ধারণ,
নিত্যানন্দ হৈল নরোত্তম।।
শ্রীঅদ্বৈত রামচন্দ্র,          শ্রীনিবাস গৌরচন্দ্র,
তিন প্রভু প্রেম প্রচারিলা।
যে জন্যে এ অবতার,       পশ্চাতে করি প্রচার,
ওঢ়াকাঁন্দি কৈল শেষ লীলা।।
যস্য পুত্র যস্য নাম,        যথা হ’ল জন্মধাম,
করিলাম লিখিতে আশায়।
রসিক সজ্জন বিজ্ঞ,         দেহ মোরে এই ভাগ্য,
মনোজ্ঞ নিষ্ফল যেন নয়।।
মানবকুলে আসিয়ে,        যশোমন্ত সূত হ’য়ে,
জন্ম নিল সফলানগরী।
প্রচারিল গূঢ়গম্য,                    সূক্ষ্ম সনাতন ধর্ম্ন,
জানাইল এ জগত ভরি।।

Comments

Popular posts from this blog

বন্দনা

অথ মঙ্গলাচরণ।

জম-কলি প্রভাব, গ্রন্থালোচনা